চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের উদ্যোগে শেখ রাসেল এর জন্মবার্ষিকী পালন
- আপডেট সময় : ০৮:৪৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
- / ৬০
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় জেলা প্রশাসকের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকীতে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। বুধবার সকাল ১০ টায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা এবং শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিসি সাহিত্য মঞ্চে এসে শেষ হয়।
এরপর ডিসি সাহিত্য মঞ্চে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক ও সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান।
অতিথিবৃন্দ শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।