বাগেরহাট প্রতিনিধি:
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) কর্তৃক বাগেরহাটে শহীদ শেখ রাসেল দিবস-২০২৩ পালন করা হয়েছে। সর্বকালের সর্বশেষ্ঠ বাঙ্গালী জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালন করা হয়। শুরুতে সকাল ৯.৩০ ঘটিকায় বাগেরহাট ডিসি অফিসের সমন্বয়ে রিকের ব্যানারে শহীদ রাসেলের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দুপুরে বাগেরহাট শাখা অফিসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে ১০০ জন দুস্ত, এতিম ও প্রবীণদের মাঝে খাবার বিতরণ করাহয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ শহীদুল ইসলাম খান জোনাল ম্যানেজার খুলনা জোন।
উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মো.রুহুল আমিন অডিটর রিক, ইনছান আলী এরিয়া ম্যানেজার বাগেরহাট এরিয়া অফিস, জাতীয় সাংবাদিক সংস্থা বাগরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোঃ মহব্বত আলী সহ রিকের বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ সময় উপস্থিত ছিলেন। এর আগে সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শহীদ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা, রেলী সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না