মোক্তার হোসেন, খুলনা:
খুলনার কয়রা উপজেলার ঐতিহ্যবাহী ভাগবা এইচ বি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবারও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য "মানবাধিকার" শান্তি পদকে-২০২৩ ভূষিত হয়েছেন। হৃদয় সাংস্কৃতিক পরিষদ কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষক দিবসে ঢাকাস্থ ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর মিলনায়তনে, শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য, তাকে মানবাধিকার শান্তি ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হয়।
তিনি কয়রার কৃতি সন্তান, অন্যদিকে শিক্ষাবিদ, মানবাধিকার ও সমাজকর্মী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবেও সুপরিচিত। বহুমুখী প্রতিভার বিরল ব্যক্তিত্ব ও আলোকিত মানুষ হিসেবে তিনি দেশে ও বিদেশে ইতোপূর্বে অনুরূপ সম্মাননা পদক লাভ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ভাগবাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কয়রা শিক্ষক সমিতির সেক্রেটারি দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, আমাকে শিক্ষা- ক্ষেত্রে শান্তি পদক দেওয়াই মানবাধিকার পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। উল্লেখ্য এই পদক গ্রহণ করছেন তার ছেলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভাগীয় সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ,ও বিভিন্ন পত্র পত্রিকার সাংবাদিকবৃন্দ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না