প্রতিদিনের নিউজ:
সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সদ্য সাবেক কমিটির আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও কারা মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৬ অক্টোবর) রিয়াদের বাথা রোসাইস মার্কেটের রাজধানী হোটেলে আয়োজিত সভায় প্রবাসী বিএনপি নেতৃবৃন্দ’রা বলেন বিলম্ব না করে অতি দ্রুত মুক্তি দিয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সু-ব্যবস্থা করার জোর দাবী জানান।
সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চানের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, সৌদি হাইল প্রদেশের বিএনপির সাবেক সভাপতি হাফেজ হেদায়েত উল্যাহ। পূর্বাঞ্চল বিএনপির সাবেক প্রচার সম্পাদক কাজী আইয়ুব আলীর পরিচালনায় মাহফিলে প্রধান বক্তা ছিলেন, সাবেক সহ-প্রচার সম্পাদক ব্যবসায়ী মাসুদ রানা, বিশেষ অতিথি ছিলেন প্রবাসী ফেনী জেলা বিএনপির সংগঠক আমজাদ হেসেন, প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির সভাপতি আলমগীর কবির, প্রবাসী কুমিল্লা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন, ব্যাবসায়ী ও সমাজসেবী মো. জাহাঙ্গীর আলম, প্রবাসী নোয়াখালী জেলা যুব দলের সাধারণ সম্পাদক কলিমউদ্দিন, সাবেক( অব:) সেনা কর্মকতা আবদুল হান্নান প্রমুখ।
এ সময় দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও কারা মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নিউজ২৪ টিভির রিয়াদ প্রতিনিধি মো. রোস্তম খান। দোয়া মাহফিলে প্রবাসী বিএনপি ও শহীদ জিয়ার আদর্শের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে দোয়া মাহফিলের সুচনা করা হয়।দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মাইটিভির রিয়াদ প্রতিনিধি সাদেক আহমেদ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না