রাজনৈতিক দলে যুক্ত হলেন নকুল কুমার বিশ্বাস
- আপডেট সময় : ১০:৩৭:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- / ৫৮
বিনোদন বক্স:
অবশেষে রাজনৈতিক দলে যোগ দিলেন সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস। তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকীর রাজনৈতিক দল ‘কৃষক শ্রমিক জনতা লীগ’-এ যোগ দিয়েছেন। গত রবিবার জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদেন তিনি।
গণমাধ্যমকে নকুল কুমার বিশ্বাস বলেন, আমি রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে চাই বলে ফেসবুকে পোস্ট করেছিলাম। পরে বড় একটা দলের কাছ থেকে ফোন এলো। আমি বললাম, কয়েকমাস আগেও আমি ‘ইনটেক’ ছিলাম, এখন আমি ‘টেক’ হয়ে গেছি।
এ সময় তিনি গানে গানে বলেন, আমি হতে চাই না কোনো নেতার চামচা, তাই বুঝে শুনে বুকে তুলেছি বঙ্গবীরের গামছা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এছাড়া আরও বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী প্রমুখ।