রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতার মৃত্যু
- আপডেট সময় : ০৯:১৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- / ৬১
মোহাম্মদ আলী, রামগঞ্জ:
লক্ষ্মীপুরের রামগঞ্জে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাঞ্চনপুর ইউপির ০৯ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি ও রামগঞ্জ হোলি হোপ হসপিটালের স্টাফ মোঃ রবিন হোসেনের (২১) মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রামগঞ্জ উপজেলা ছাত্রদল সভাপতি জহির রায়হান বাবু।
সোমবার (১৬ অক্টোবর) সকাল ১০ টায় রামগঞ্জ- হাজীগঞ্জ সড়কের শেখপুরা বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই রবিনের মৃত্যু হয় এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।
এর আগে একই পিকআপ একটি অটোরিকশাকে ধাক্কা দিলে রিকশা ড্রাইভার ও আমজাদ হোসেন নামে এক যাত্রী গুরুতর আহত হয়।
নিহত রবিন হোসেন কাঞ্চনপুর ইউপির শেফালী পাড়া গ্রামের মিঝি বাড়ির দিনমজুর আব্দুর রহিমের ছেলে।
খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ নিহতের মরদেহ থানায় নিয়ে এসেছেন। এসময় পিকআপ ড্রাইভার, পিকআপ ও মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হয়।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মত হাসপাতালে রাতে ডিউটি শেষে আজ সকাল ১০ টায় মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয় রবিন। পথিমধ্যে শেখপুরা বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বালুবাহী পিকআপের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পিকআপটি বেপরোয়া গতিতে একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে রবিনের মোটরসাইকেলে মেরে দেয়। এতে অটোরিকশার ড্রাইভার ও আমজাদ হোসেন নামে এক যাত্রী গুরুতর আহত হয় এবং রবিন ঘটনাস্থলেই মারা যায়।
রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।