জীবননগর ইউনিয়ন পর্যায়ে সুবিধাভোগীদের মতবিনিময়ে এমপি টগর
- আপডেট সময় : ০১:৩০:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- / ৫৬
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা:
জীবননগর সীমান্ত ইউনিয়নে ইউনিয়ন পর্যায়ে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬আক্টোবর) বেলা ১১টায় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো.আলী আজগার টগর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মো.গোলাম মোতুর্জা, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.হাজী হাফিজুর রহমান,সাবেক মেয়র ও জীবননগর পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, জীবননগর পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম রফিক, সীমান্ত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হাজী আব্দুল মালেক মোল্লা, সাধারন সম্পাদক মোঃ হাজী সিরাজ উদ্দীন শুকুর, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.আব্দুস সালাম ইশা।