পীরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
- আপডেট সময় : ০৪:৫৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
- / ৫০
আঃ আলিম, ঠাকুরগাঁও:
পীরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ আক্টোবর) সকালে উপজেলা জনস্বাস্থ্য প্রকোশলীর আয়োজনে র্যালি বের হয় শহরের প্রধান-প্রধান সড়কে প্রদক্ষীন শেষে উপজেলায় গিয়ে মিলিত হয়।
এ সময় বক্তারা বলেন, হাত ধোয়া এটি একটি ভাল কাজ, আমরা যদি নিয়মিত সাবান দিয়ে দুই হাত ভাল করে ধৌত করি তাহলে আমরা ভাইরাসের হাত থেকে রক্ষা পাবো। প্রতিদিন খাবারের আগে যদি আমরা সাবান দিয়ে হাত ধৌত করি তাহলে জীবানু ধ্বংস হয়ে জাবে, এবং খাবারের পরে আমাদের হাত ধৌত করতে হবে। আমাদের চারপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং পরিবারের সকলকে হাত ধৌয়ার ব্যাপারে সচেতন করতে হবে। বিশেষ করে বাচ্চাদের হাত ধোয়ার ব্যাপারে বেশি করে শেখাতে হবে।
এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্ম কর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহজাহান আলী উপজেলা ফায়ার সার্ভিস স্ট্রেশন অফিসার খাইরুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি দবিরুল ইসলাম পীরগঞ্জ ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল সাধারণ সম্পাদক নসরাতে খোদা রানা বণিক সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও শিক্ষক বৃন্দ।