মোজাম্মেল হক লিটন:
চাটখিল পৌর শহরে মাজলুম ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে ও অভিশপ্ত ইসরাইলের বিরুদ্বে তাওহীদি জনতা এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। শনিবার (১৪ অক্টোবর) আসরের নামাজের পর চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ থেকে তাওহীদি জনতা মিছিল নিয়ে বের হয়ে চাটখিল পৌর শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে পৌর ভবনের পাশে প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মহি উদ্দিন হাসান, জামেয়া ওসমানীয়া মাদ্রাসা মসজিদের খতিব মাওলানা এহছান উল্যাহ, মাওলানা হুমায়ন কবির, মাওলানা নুরুল ইসলাম, চাটখিল পৌর আওয়ামীলীগের সভাপতি শাহাজান খান বাবুল প্রমুখ।
বক্তারা যুগের পর যুগ ফিলিস্তিনের নারী-শিশু সহ স্বাধীনতাকামী মুসলমানদের উপর ইসরাইলের বর্বোরচিত হামলার নিন্দা জানিয়ে বলে, বিশ্ব মোড়লরা মুসলমানদের উপর হামলায় নিরব থাকলেও ফিলিস্তিনিদের আত্মরক্ষায় পাল্টা হামলায় প্রতিবাদ জানাচ্ছে। এসময় বক্তরা আরো বলেন, মুসলমানরা আক্রমণ করে না; আক্রান্ত হলেই কেবল প্রতিহত করে। ইসলাম ধর্মে সন্ত্রাসের কোন স্থান নেই উল্লেখ করে বক্তরা বলেন, ইহুদী ইসরাইল সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে ফিলিস্তিনের মুসলমানদের হত্যা করছে। বক্তরা ইসরাইলের বর্বোরচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলিম তাওহীতি জনতা অংশগ্রহন করেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না