সোলায়মান হাসান:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে খাগকান্দা টু নয়নাবাদ এবং খাগকান্দা দক্ষিণ নয়াপাড়া থেকে নয়নাবাদ পর্যন্ত সড়কের ৩টি ব্রিজই অকেজো হয়ে পড়ে আছে চার বছর ধরে। একটি ব্রিজের দু পাশের গোড়ায় মাটি ও রাস্তা না থাকার কারণে এবং অপর দুটি দেবে যাওয়ায় ওই দুটি সড়কে লোক ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুটি ব্রিজের দু পাশে বাঁশের সাঁেকা তৈরী করে লোক চলাচল করতে পারলেও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অপরটির দু পাশে মাটি না থাকায় এবং আগের মাটির রাস্তা ভেঙ্গে যাওয়ায় তা ব্যবহার করা যাচ্ছে না।
সরেজমিনে গিয়ে দেখা যায় যে, খাগকান্দা টু নয়নাবাদ সড়কে দু জায়গার মধ্যবর্তী স্থানে রয়েছে দুটি ব্রিজ। সে দুটি ব্রিজ আজ থেকে প্রায় চার বছর আগে দেবে যাওয়ায় ওই পথে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে এর দু পাশের পাকা রাস্তাটিও আর ব্যবহৃত হচ্ছে না। অপর দিকে খাগকান্দা দক্ষিণ নয়াপাড়া থেকে নয়নাবাদ পর্যন্ত কাঁচা রাস্তায় রয়েছে আরও একটি পাকা ব্রিজ। এটির ও দু পাশের গোড়ায় মাটি নেই। এখানে কখনো রাস্তা ছিল সেটিও বুঝার কোন উপায় নেই।
এলাকাবাসি জানায়, দুটি রাস্তাই খুব জনগুরুত্বপূর্ণ। এখানে রয়েছে কবি নজরুল স্কুল এন্ড কলেজ। ওই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রÑছাত্রীদেরকে যাতায়াতের জন্য অনেক পথ ঘুরে অন্য ব্যবহার করতে হচ্ছে অথবা ঝুঁকি নিয়ে ব্রিজ ও সাঁকো পার হতে হচ্ছে। তা ছাড়া উপজেলার খাগকান্দা এবং কালাপাহাড়িয়া ইউনিয়নের লোকজন এ দুটি পথে শান্তিরবাজার হয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন্ন স্থানে যাতায়াত করতো, তা এখন বন্ধ রয়েছে। খাগকান্দা ইউনিয়নের খাগকান্দা, খাগকান্দা দক্ষিণ নয়াপাড়া, তাতুয়াকান্দা, বাহেরচর, নয়নাবাদÑএ সমস্ত গ্রাম গুলোর লোকজনদেরকে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে।
ব্রিজ দুটির বিষয়ে উপজেলা প্রকৌশলি আরিফুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, এ বিষয়ে আমি অবগত আছি। ব্রিজ গুলো কাজে লাগানোর উপযোগি করার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রস্তাবের মাধ্যমে অবগত করা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না