আড়াইহাজার থানায় নতুন ওসি আহসানউল্লাহ
- আপডেট সময় : ০৫:২৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
- / ৮৫
সোলায়মান হাসান:
আড়াইহাজার থানায় নতুন ওসি আহসানউল্লাহ যোগদান করেছে। সোমবার (৯ অক্টোবর) তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। এর আগে তিনি সোনারগাঁ থানার ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। বিগত দিনে তিনি, আড়াইহাজার গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন ও সোনারগাঁ তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, এর পূর্বে গত ১৭ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ তদন্ত (ওসি) হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন। ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত হয়েছিলেন। গত সোমবার (২০ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জ কার্যালয়ে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত হওয়ায় তার হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম (বিপি এম বার)।