বাগমারায় আইন শৃংখলা ও পূজা উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:০২:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
- / ৬৫
বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় উপজেলা আইন শৃংখলা ও পূজা উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, (৯আক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষর মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম,আবু সুফিয়ান।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
প্রধান অতিথি বলেন,বাগমারা উন্নত ও আধুনিক একটি উপজেলা। দুর্গাপূজা উপলক্ষ্যে কোন অপশক্তির যেন উদয় না হয় সে দিকে আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে হবে।দূর্গোৎসব হিন্দু সম্প্রদায়ের বৃহৎ উৎসব।সেই সাথে পূজার সময় মাদক সেবন করে মন্দিরে গিয়ে কেউ যেন ঝামেলা সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। পূজা মন্দির সহ আশপাশে নিরাপত্তা জোরদার করতে হবে। ধর্ম যার যার উৎসব সবার। প্রতিটি উৎসব সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। কেউ যেন উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিশৃংখলা সৃষ্টি করতে না পারে। পূজোর পরপরই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরগরম হয়ে উঠবে সমগ্র দেশ। পূজো নিয়ে কোন পক্ষ যেন ইস্যু সৃষ্টি করতে না পারে সেদিকেও নজর রাখা জরুরী। উপজেলা জুড়ে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃংখলা বাহিনীর সদস্যের প্রতি নির্দেশনা প্রদান করেন।দূর্গাপূজায় ব্যক্তিগত পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, বাগমারা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, আনসার ভিডিপি কর্মকর্মা কামরুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহ, এছাড়াও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রমুখ। সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, দপ্তর প্রধান সহ আইন শৃংখলা ও মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।এবার উপজেলার ৮৩টি মন্দিরে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে জানা গেছে।