ষ্টাফ রিপোর্টার:
মাদক থেকে দুরে থাকতে,আত্মহত্যা প্রবণতা হ্রাস, বাল্যবিয়ে বন্ধ, ইভটিজিং বিষয়ে সচেতন হওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের প্রতি আহবান জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ। তিনি আরো বলেন, মাদক সেবনে মানুষের মস্তিস্কের বিকৃতি ঘটায়। মাদক সেবনে স্বাভাবিক কাজ কর্ম থেকে বিরত রেখে কু-কর্ম করার উৎসাহ যোগায়। মাদকসেবীরা স্বাভাবিক মানুষের মত চলাফেরা করতে পারে না। তাই তোমাদের এই মাদক থেকে সবসময় দূরে থাকতে হবে।
রবিবার (৮অক্টোবর) দুপুরে ময়মনসিংহ নগরীর কমার্স কলেজে সদ্য ভর্তিকৃত নবীন ছাত্রদের অরিয়েন্টেশন এবং বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওসি কামাল এসব কথা বলেন।
এসময় তিনি মাদক মুক্ত থাকার জন্য, সোশ্যাল মিডিয়ায় আসক্তি হতে বিরত থাকার জন্য, বাল্য বিয়ে, কিশোর গ্যা এবং ইভটিজিং থেকে বিরত থেকে নিজেদেরকে যোগ্য করে গড়ে ওঠার জন্য নিজেদেরকে লেখাপড়ায় মনোনিবেশের জন্যও আহবান জানান।
এ সময় তিনি শিক্ষকদের উদ্দেশ্য বলেন, কোমলমতি শিক্ষার্থীদেরকে নিয়মিত পাঠদানের পাশাপাশি আত্মহত্যা একটি মহাপাপ তা উল্লেখ করে ক্লাসের ফাকে ফাকে প্রতিটি শ্রেনীতে বক্তব্য রাখতে আহবান জানান। তিনি কেমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, পিতামাতা, আত্মীয় স্বজন, গুরুজন, বন্ধু বান্ধব, সহপাঠী বা অন্য কারো কথায় কিংবা আচরণে মন খারাপ এবং কষ্ট হতে পারে। কিন্তু এই কষ্ট থেকে আত্মহত্যার মত গুরুতর পাপকাজের সিদ্ধান্ত নেওয়া যাবেনা।
তিনি ইসলাম ধর্মের উদ্ধৃতি টেনে আরো বলেন, আত্মহত্যা মহাপাপ। এ পাপ কাজ যিনি করেন, এ অপরাধীকে মহান আল্লাহর কঠোর হুশিয়ারি রয়েছে। তাই আত্মহত্যার মত গুরুতর অপরাধ ও পাপ থেকে সকলকে বিরত থাকতে হবে।
ওসি শাহ কামাল আকন্দ বলেন, স্কুল কলেজের শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা জীবন গঠনে অভিভাবকদের সচেতনতা অতীব জরুরী। ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে অভিভাবক এবং এলাকাবাসীকে সচেতন হতে হবে। এসকল অপরাধে যারা জড়িত হবে তাদের কোনভাবেই ছাড় দেয়া হবে না।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,বাল্যবিবাহ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে তোমাদের। বাংলাদেশে বাল্যবিবাহ একটি মারাত্মক সমস্যা। তোমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে ও আমাদেরকে তথ্য দিয়ে বাল্যবিবাহ বন্ধে সহায়তা করতে হবে। ঠিক তেমনই ইভটিজিং একটি সামাজিক ব্যাধি। এটা প্রতিহত করতে হলে তোমাদের মত শিক্ষার্থীদের সচেতন হতে হবে, তোমরা যদি সচেতন হও তবে ইভটিজিং বন্ধ করা সম্ভব।এসময় কমার্স কলেজের সকল শিক্ষক, গভর্ণিং বডির অনেকেই অংশ নেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না