বাগেরহাট প্রতিনিধি:
আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বাগেরহাটে লিফলেট বিতারন করেছে জেলা তাঁতীলীগের নেতৃবৃন্দ। রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট কোটচত্বর ও বাসস্ট্যান্ডসহ পৌরসভার বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতারন করা হয়।
এ সময় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এর পক্ষ থেকে বাগেরহাট আসনের বিভিন্ন এলাকার উন্নয়ন ও চলমান উন্নয়ন প্রকল্পেরও চিত্র তুলে ধরেন জেলা তাঁতীলীগের সভাপতি তালুকদার আব্দুল বাকী।
লিফলেট বিতারনকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা তাঁতীলীগের সাধারন সম্পাদক ফকির ইফতেখারুল ইসলাম রানা, পৌর তাঁতীলীগের সভাপতি লিটু দাস, তাঁতীলীগ নেতা জাহাঙ্গির আলম মিঠু, সজিব শিকদার, মোঃ মানিকসহ প্রমুখ।
লিফলেট বিতারন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা তাঁতীলীগের সভাপতি তালুকদার আব্দুল বাকী বলেন,আওয়ামী লীগ সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেল, খুলনা-মোংলা রেললাইনসহ বিভিন্ন উন্নয়ন করা হয়েছে। অনেক মেগা প্রকল্প এখনও চলমান রয়েছে। কিন্তু বিএনপি-জামায়াত শিবির গুজব ও প্রপাগান্ডার মাধ্যমে দেশের জনগনকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি তাদেরকে বলতে চাই, গুজব ছড়িয়ে কোন লাভ হবে না। আগামী নির্বাচনে দেশের জনগন আওয়ামী লীগকে ভোট দিয়ে আবারও ক্ষমতায় আনবে এবং আপনাদের এসব গুজবের জবাব দিবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না