গিয়াসউদ্দিন ইসলামিক গার্লস স্কুলে ভর্তি কার্যক্রমের উদ্ধোধন
- আপডেট সময় : ০৬:০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
- / ৯৪
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জের হিরাঝিলস্থ গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল এবং বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক গার্লস স্কুলে ২০২৪ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেনি ও প্রাক-প্রাথমিক থেকে ৩য় শ্রেনি পর্যন্ত শূন্য আসনে সরাসরি ভর্তি কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে। শনিবার সকালে স্কুল অডিটরিয়ামে এ ভর্তি কার্যক্রমের উদ্ধোধন করা হয়।
গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে উক্ত ভর্তি কর্যক্রমের উদ্ধোধন করেন এডুকেশন ডেভালপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান মীর মোসাদ্দেক হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, পৃষ্ঠপোষক কমিটির সদস্য শিশির ঘোষ অমর, রাজিব আহমেদ, ফজলে খোদা সোহেল, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (ইডিবি) এবাদুল হক, ভারপ্রাপ্ত পরিদর্শক (ইডিবি) আবু তাহের, উপ-সচিব (ইডিবি) মোহাম্মদ মনিরুল ইসলাম, কাজী ফারহানা আক্তার, বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক গার্লস স্কুলের প্রধান শিক্ষক হালিমা বেগম ও ধর্মীয় শিক্ষক (ইডিবি) মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ প্রমূখ।