ক্ষুধা
- আপডেট সময় : ০৪:৫৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
- / ৭৭
ক্ষুধা
রিপন গুণ
ক্ষুধার জ্বালা বুঝি-রে ভাই
ক্ষুধার পেটে ঘুরি যারা-
আমরা অনাহারী ।
ক্ষুধার জ্বালায়, ঘুরে বেড়াই-
সকাল-বিকাল কিংবা রাত…..!
ভাবি, একটু খাবার কপালে যদি জোটে,
তবে, অনাহারী পেট’টা আমার ভরে ।
ক্ষুধার্ত, মানুষ আমরা !
ক্ষুধার জ্বালায় ঘুরি দ্বারে দ্বারে….!
কিংবা পথের ধারে কুড়িয়ে খাই-
ফেলে দেয়া উচ্ছিষ্ট খাবার,
যা দিয়েছে ধনীরা ফেলে।
ক্ষুধার জ্বালায়, হারাই আমরা হুস
করি আমরা কতো কি !
কেউ করি বেশ্যা বেশে, ইজ্জত বিক্রি,
কেউবা করি, চুরি কিংবা ছিনতাই –
আবার কেউ হয়ে যাই, অস্ত্র হাতে সন্ত্রাসী ।
ক্ষুধা….ক্ষুধা…. ক্ষুধা…!
আমরা গরীব, আমাদের আছে-
পেটেতে ক্ষুধার জ্বালা,
ধনীদেরও আছে, ক্ষুধা –
কারও ক্ষুধা, টাকা-পয়সার,
কারও বাড়ি-গাড়ির ।
বড় লোকের ক্ষুধা! সেতো আরও বেশি জ্বালা
টাকার পাহাড় গড়েও তাদের –
ক্ষুধা মিটেনাতো ।
ক্ষুধার জ্বলায়, খায় তারা-
গরীবের জমিজমা, ভিটামাটি গিলে ।
ক্ষুধা মোদের পেটের, ক্ষুধা ঐশ্বর্যের
সব ক্ষুধা কি আর, নিবারণ করা যায় ?
তাইতো, ধনী-গরীব চিরকালই শুধু –
ক্ষুধার জ্বালায়, করে হায় হায়।