রিপন কান্তি গুণ, নেত্রকোনা:
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলাধীন আদর্শ নগর পুলিশ তদন্ত কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে তিনি শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের প্রাঙ্গনে নির্মিত শহীদ মিনার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফুর রহমান রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদ ইকবালের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নেত্রকোনা মোহনগঞ্জ-মদন ও খালিয়াজুরী আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, মোহনগঞ্জ থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, পর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক কাশেমসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে'র ঐতিহাসিক বার্তা- পুলিশকে হতে হবে জনগণের পুলিশ, স্বাধীন দেশের পুলিশ। বঙ্গবন্ধু এই বার্তা উচ্চারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, পুলিশ আজ সেই জায়গাতে এসেছে। পুলিশ এখন যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে।
পুলিশ তাদের দক্ষতা,অভিজ্ঞতা দিয়ে কাজ করে চলেছেন। করোনা মহামারীর ক্রান্তি লগ্নের ভয়াবহতার কথা স্মরণ করিয়ে মন্ত্রী বলেছেন, করোনার সময় সন্তানরা মা'র লাশ নিতে হাসপাতালে যায়নি। পুলিশ ঠিকই সেই লাশের দাফন কাজসহ সবকিছু নিজ দায়িত্বে সেরেছেন। বঙ্গবন্ধু পুলিশকে নিয়ে যে স্বপ্ন দেখতেন পুলিশ আজ সেই জায়গায় এসেছে। পুলিশের মনোবল সবসময় অটুট রয়েছে। পুলিশের ভূয়সী প্রশংসা করে মন্ত্রী আসাদুজ্জামান খান দাবি করেছেন, পুলিশের ওপর অর্পিত যে দায়িত্ব রয়েছে তারা সেই দায়িত্ব সঠিকভাবে পালন করছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, স্যাংশন এটা যুক্তরাস্ট্রের তাদের নিজস্ব ব্যাপার।কাকে যেতে দেবেন কাকে দেবেন না এটা নির্ধারন করেন তারা। আগেও সবাইকে তো আর ভিসা দিতো না। আমরা মনে করি সেরকমই একটা প্রক্রিয়া।
পুলিশের মনোবল সব সময় অটুট রয়েছে। মাননীয প্রথানমন্ত্রীর প্রতি তাদের আস্থা রযেছে। এই খানে কে কি বললো সেটা মূখ্য বিষয় নয়। বিষয় হলো পুলিশের উপর অর্পিত যে দায়িত্ব সেটা তারা সঠিকভাবে পালন করছেন এবং করবেন।
নির্বাচন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন করবে নির্বাচন কমিশন। সেখানে আমাদের কিছু বলার নেই। নির্বাচন কমিমন গঠনতন্ত্র অনুয়ায়ী দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন যথাসময়েই হবে। কে কি বললো এটা তাদের বিষয়। এখন যে সমস্ত রাজনৈতিক দল তাদের সমর্থন হারিযেছে তাদের থেকে জনগন মুখ ফিরিয়ে নিয়েছেন। তারা অনেক কথাই বলছেন। এ দেশের মানুষ নৌকা ছাড়া আর কিছু চিন্তা করে না। দেশের জনগন সঠিক পথে আছে। বিদেশী শক্তি কিছু করতে পারবে না।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না