মতলব (উত্তর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে অগ্নিকান্ডের ঘটনায় তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেল। এতে প্রায় সোয়া এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। গত বুধবার, ৪অক্টোবর দিনগত রাত ২ ঘটিকার সময় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, নুরে আলমের সরকার হার্ডওয়্যার, নয়ন দাসের লৌহালয়ের (কামার) দোকান এবং বিপ্লবের লৌহালয়ের (কামার) দোকানসহ মোট ৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। দোকান মালিকরা পুড়ে যাওয়া মালামাল পরিস্কার করছেন। নুরে আলমের হার্ডওয়্যার দোকানে থাকা ১ লাখ ৮০ হাজার টাকা ও নয়ন দাসের দোকানে থাকা নগদ ৭০ হাজার টাকা পুড়ে যায়।
ব্যবসায়ীরা জানান, রাত ২ টায় আগুন লাগে। খবর পেয়ে আমরা এসে দেখি ধাউ ধাউ করে আগুন জ্বলছে। পরে মতলব উত্তর উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তারা আরো জানান, নুরে আলমের প্রায় ১ কোটি টাকা, নয়ন দাসের ২২ লাখ ও বিপ্লবের প্রায় ৩ লাখ টাকা সহ মোট সোয়া এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মতলব উত্তর উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মোঃ জাকির হোসেন বলেন, খবর পেয়ে সাথে আমাদের ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। দীর্ঘ দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক পর্যায়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে বলে ধারনা করা হচ্ছে। তবে তদন্ত করলে জানা যাবে প্রকৃতপক্ষে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।
ছেংগারচর বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ লস্কর বলেন, খবর পেয়েসরকারে পুড়ে যাওয়া দোকান পরিদর্শন করেছি। দোকন ঘর ছাড়াই তিন দোকানে প্রায় সোয়াএক কোটি টাকার মালামাল পুড়ে গেছে। এটি একটি ব্যবসায়ীদের জন্য খুবই দুঃখজনক ঘটনা।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না