মোজাম্মেল হক লিটন:
চাটখিল পৌর শহরের জাহাঙ্গীর টাওয়ারের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জাহাঙ্গীর আলম আলম আঢ্য ভীমপুর এলাকাবাসীর পক্ষ থেকে ভীমপুরের দিকে যাওয়ার রাস্তার পশ্চিম পাশে, জাহাঙ্গীর টাওয়ারের দক্ষিণ পাশে সড়কও জনপদের জায়গায় দখল করে রাখায় ঐ সব অবৈধ স্থাপনা উচ্ছেদের আবেদন জানিয়েছেন। আবেদনে তিনি ৭জন দখলদারদের নাম উল্লেখ সহ আরো কয়েকজন ঐ জায়গায় দখল করে ভাড়া দিয়ে রেখেছেন বলে দাবী করেন। ভাড়া দেওয়া ঘরগুলোতে সন্ধ্যার পরে মদ, গাঁজা ইয়াবা সেবনসহ নানা অসামাজিক কর্মকাণ্ড করতে দেখা যায়। এতে করে এলাকাবাসী মদ, গাঁজা সেবনকারীদের থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই জনস্বার্থে এই সমস্ত স্থাপনা উচ্ছেদ করার জন্য তিনি গতকাল মঙ্গলবার সড়ক ও জনপদের নোয়াখালী নির্বাহী প্রকৌশলীর কাছে আবেদন জানিয়েছেন।
আবেদনে জানা যায়, ভীমপুর এলাকার জাকির গাজী, ফারুক গাজী, রাশেদ গাজী সহ সাত আট জন অবৈধ ভাবে নোয়াখালীর সড়ক বিভাগের চাটখিল ভীমপুর সড়কের পাশে ১৫/১৬টি ঘর নির্মাণ করে ভাড়া দিয়ে রাখছে। এইসব ঘরের কয়েকটির ভিতরে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত অসামাজিক ও অনৈতিক কর্মকান্ড পরিচালিত হয়। এতে এলাকাবাসী সহ স্থানীয় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। অন্যদিকে সরকারি সম্পত্তি অবৈধ দখলদারদের কাছে চলে যাচ্ছে। তাদের দেখাদেখি অন্য দখলদাররাও অবৈধভাবে সড়ক বিভাগের সম্পত্তি দখল করে ঘর নির্মাণের চেষ্টা করছে। তাই সরকারি সম্পত্তি থেকে এইসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি সম্পত্তি উদ্ধারের পাশাপাশি স্থানীয়দের অবাধে চলাচলের বিষয়টি নিশ্চিন্ত করা জরুরি ।
সরেজমিনে গিয়ে স্থানীয় এলাকাবাসীর ও ব্যবসায়ীদের অনেকের সাথে কথা বললে তারা নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসনের নাকের ডকায় সন্ধ্যার পর থেকে ক্রয়- বিক্রয় ও সেবন করা হলেও প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। পৌর শহরের কয়েকজন ব্যবসায়ী জানান, দৈনিন্দক ব্যবসায়ীর কাছ শেষে রাতে বাড়িতে ফেরার পথে চাটখিল ভীমপুর- সড়কে ছিনতাইকারীদের ভয়ে ও আতঙ্কে চলাচল করতে হয়। এছাড়াও চাটখিল উপজেলার হালিমা দিঘিপাড় থেকে চাটখিল পৌর শহরের এগারো নম্বর পর্যন্ত সড়ক বিভাগের সম্পত্তি অবৈধভাবে দখল করে রেখেছে অনেক প্রভাবশালীরা।
নোয়াখালী জেলা সড়ক ও জনপদের (সড়ক বিভাগ) নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলামের সাথে মুঠোফোনে বুধবার সকালে যোগাযোগ করলে তিনি স্থানীয়দের আবেদনের প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, সড়ক বিভাগের সম্পত্তি উদ্ধারে অতিদ্রুত সংশ্লিষ্টদের সহযোগিতায় উচ্ছেদ অভিযান চালানো হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না