লেখাপড়ার পাশাপাশি একজন সফল নারী উদ্যোক্তা স্বর্ণা
- আপডেট সময় : ০৯:২৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
- / ৮৩
মোঃ জাবেদ হোসেন:
বর্তমানের বিশ্ববাজার এখন সামগ্রিকভাবে হয়ে উঠেছে অনলাইননির্ভর। গত কয়েক বছর থেকেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক নারীই নিজেদের ব্যবসা শুরু করেছেন, শক্ত হাতে নিজের পরিবারের দায়িত্ব ভাগ করে নিয়েছেন। তাঁরা ব্যবসার লাভ থেকে প্রতিষ্ঠা করেছেন নিজেদের দোকান বা আউটলেট। ঠিক এই রকম ভাবে চাঁদপুরে লেখা পড়ার পাশাপাশি একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠেছেন স্বর্ণা । তিনি চাঁদপুর পৌরসভার ৮ ওয়ার্ড গুয়াখোলা এলাকায় বসবাস করেন। তার বাবা হাজী সুমন, মাতার রিয়া ইসলাম, বাবা মায়ের আদরের একমাত্র কন্যা।
তার ছোট বেলা থেকেই নিজের কিছু করার ইচ্ছে ছিল তাই নিজেই স্বাবলম্বী হয়ে উঠল। বর্তমান ফেসবুকে তিনি নানা রকম পন্য বিক্রি করে, এগুলো হলো শাড়ি, থ্রি পিস, নিজের তৈরি করা অর্গানিক হেয়ার অয়েল ইত্যাদি। পাশাপাশি সে মেয়েদের বিভিন্ন রকম মেকওভার সার্ভিস দিয়ে থাকেন বর্তমানে। পূর্বে আগ্রহ থাকা সত্বেও নানা সীমাবদ্ধতার কারণে অনলাইন ব্যবসার কাজ শুরু করতে পারেন নি স্বর্ণা ।
২০২২ সালের এর কার্যকর্ম শুরুর দিকে সে তার অনলাইনের shorna’s fashion পেজটি খুলেছেন। এতে বিনিয়োগ করেছেন মাত্র ৬ হাজার টাকা নিয়ে এখন তার মাসিক আয় ১৫/২০ হাজার টাকা। প্রথম দিকে গ্রাহক, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনের মধ্যে সীমাবদ্ধ থাকলেও তা এখন বিভিন্ন দেশের প্রান্তে ছড়িয়ে পড়েছে।
এবিষয়ে সফল নারী উদ্যোক্তা স্বর্ণা জানায়, এটার পিছনে তার মমতাময়ী মায়ের অবদান সবচাইতে বেশি। তার মা তাকে সবসময় সাপোর্ট করেছেন এবং যে কোন সময় সে তার মায়ের কাছ থেকে পরামর্শ নেয় সবার প্রথমে। তার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে সে ভালো কিছু একটা করবে।
এবিষয়ে সফল নারী উদ্যোক্তা মা রিয়া ইসলাম বলেন সব আমি ও মেয়ের বাবা সব সময় যে কোন ভালো কাজে উৎসাহ দেই। অনলাইন ব্যবসা করার প্ল্যাটফর্ম এর কথা আমার মেয়ে আমাকে জানায় তারপরে মেয়েকে ব্যবসা করার জন্য আমি মাত্র ৬ হাজার টাকা দেই। সেই টাকা নিয়ে এখন সে প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা আয় করে।
এদিকে মজার বিষয় হল যে স্বর্ণা অনলাইন মার্কেটিং এ যে পণ্যগুলো বিক্রি করেন তার নিজের পণ্যের মডেল সে নিজেই হন । ২০২২ এর শেষর দিকে তার অর্গানিক হেয়ার অয়েল সবচাইতে বেশি বিক্রি হয়। তার স্বর্ণা অনলাইন মার্কেটিং ভবিষ্যতে যেন আরো ভালো কিছু করতে পারে সেজন্য সকল দেশবাসী কাছে দোয়া প্রত্যাশী।