প্রতিদিনের নিউজ:
নাম: মো.সোহাগ হোসেন, পিতা: মৃত: শহিদুল ইসলাম, মাতা: মোসা. হাজেরা বেগম, বয়স আনুমানিক ১২ বছর। স্থায়ী ঠিকানা, মুন্সিগঞ্জ জেলার, লৌহজং থানার, গ্রাম: গাউটিয়া। অস্থীয় ঠিকানা: দেওভোগ ( হাসেমবাগ মাদ্রাসা মসজিদের সাথে করিম মিয়ার বাড়ীর ভাড়াটিয়া) নারায়ণগঞ্জ জেলা, ফতুল্লা থানা।
বিগত ১৫-০৮-২১ তারিখে বেলা অনুমানিক ১২ টার সময় নারায়ণগঞ্জ সদর থানাধীন ডিক্রীরচর গোদারাঘাটস্থ ধলেশ^রী নদীতে গোসল করিতে নামার পর তাহাকে আর কোন সন্ধান পাওয়া যায় নাই। ছেলে বাড়ী ফিরে না আসলে অনেক খোঁজাখুজি করেও তাহার পরিবার ছেলের কোন সন্ধান পায়নি।
এ বিষয়ে ফতুল্লা থানায় অপহরন মামলা দায়ের করা হয়েছে যাহার নং- ফতুল্লা থানার (নারায়ণগঞ্জ) মামলা নং-৪৪ তারিখ: ১৮-০৮-২১ ইং ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং-০৩) এর ৭/৩০। যদি কোন সহ্নদয়বান ব্যাক্তি যদি সন্ধান পান উক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা ইইল। এসআই সাজেদুল ইসলাম খান, পিবিআই নারায়ণগঞ্জ, মোবাইল নং-০১৯২৫-১২৯৩০৪।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না