নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তাছামা আক্তার মিম (১৫) নামে এক তরুণী ১০ দিন যাবৎ নিখোঁজের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে ‘৯৯৯’ এ ফোন পেয়ে সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকা থেকে সাথী ওরফে তাহমিনা নামে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
ধৃত সাথী ওরফে তাহমিনা হবিগঞ্জ জেলার লাখাই থানার শিবপুর গ্রামের হাদিমুল ওরফে আলামিনের স্ত্রী।
নিখোঁজ তাছামা আক্তার মিম সিদ্ধিরগঞ্জের মাদানী নগর এলাকার মো: পারভেজের মেয়ে।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো: জহিরুল জানায়, শনিবার রাতে ‘৯৯৯’ এ ফোন পেয়ে নয়াআটি মুক্তিনগর এলাকায় যাই। যেয়ে দেখি নিখোঁজ তরুণী তাছামা আক্তার মিমের বাবা পারভেজ ও মা বৈশাখী আক্তার তাদের মেয়েকে ভারতে পাচারের অভিযোগে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় তার সম্পৃক্ততা আছে কিনা আমরা তদন্ত করে দেখছি।
তবে, আটককৃত ওই নারী জানান, এ ঘটনায় সে জড়িত নয় কিন্ত তার স্বামী সম্পৃক্ত রয়েছে। তাকে পেলেই নিখোঁজ মিমকে পাওয়া যাবে।
এরআগে গত ২৭ সেপ্টেম্বর নিখোঁজ তরুণী তাছামা আক্তার মিমের বাবা মো.পারভেজ বাদী হয়ে তার মেয়েকে অপহরণের অভিযোগে কাইয়ুম (২৩), ফাহিম (২৬), মিজান (২৮) ও রাসেল (২৭) নামে চার জনকে আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে। সিদ্ধিরগঞ্জ থানার অভিযোগ নং-৫৪৭৭।
অভিযোগে নিখোঁজ তরুণীর বাবা পারভেজ জানান, পূর্বের একটি ঘটনায় কাইয়ুম ও ফাহিমের নামে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা চলমান রয়েছে। মামলা নং-৫৬৯/২৩। এ মামলায় ফাহিম জামিনে মুক্তি পেয়ে গত ২২ সেপ্টেম্বর বেলা আনুমানিক ৩ টার সময় আমার মেয়ে ও আমার স্ত্রী মাদানীনগর টায়ার গলি এলাকায় আমার ভাগ্নির বিয়ের অনুষ্ঠান যাচ্ছিলেন। এসময় ফাহিম সহ অজ্ঞাতনামা দুইটি মোটর বাইক যোগে উপরোক্ত বিবাদীরা এসে আমার স্ত্রী বৈশাখী আক্তারকে তাদের নামে দায়েরকৃত মামলা তুলে নিতে বলে। তখন আমার স্ত্রী তার নামে দায়েরকৃত মামলা তুলে নিতে অস্বীকার করিলে সে আমার মেয়ে তাছামা আক্তার মিমকে অপহরণ করে নিয়ে গিয়ে হত্যা করবে বলে হুমকি প্রদান করে। একই দিন সন্ধ্যা অনুমানিক সাড়ে ৭ টার সময় অনুষ্ঠান চলা কালীন আমার
মেয়েকে খুঁজে না পাওয়ায় আশে পাশের বিভিন্ন স্থানে তাকে সন্ধ্যান করার চেষ্টা করি কিন্ত কোন স্থানে খুঁজে পাওয়া যায়নি। এতে আমার মনে হয় যে,ফাহিম সহ উপরোক্ত সকল আসামীরা আমার মেয়েকে জোর পূর্বক অপহরন করে নিয়ে গেছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না