বাগেরহাটে রিকের উদ্দ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
- আপডেট সময় : ০৬:৫৮:১০ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
- / ১১০
বাগেরহাট প্রতিনিধি:
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) কর্তৃক বাগেরহাটে “আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৩ পালিত হয়েছে। রবিবার (১অক্টোবর) সকাল ১০ টায় বাগেরহাট পৌর শহরের শহীদ মিনার চত্ত্বরে প্রবীনদের উপস্থিতিতে এক মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে রিক বাগেরহাটের শাখা অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, বেসরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর খুলনা জোনাল ম্যানেজার মোঃ শহীদুল ইসলাম খান, বাগেরহাট এরিয়া ম্যানেজার মোঃ ইনছান আলী। প্রবীন সমিতির বিষ্ণুপুর ইউনিয়নের সভাপতি হাজী মোঃ মোহাব্বত হোসেন এর সভাপত্ত্বিতে রিকের এরিয়া অফিসের আওতায় বেমরতা, গোটাপাড়া, বিষ্ণুপুর, কাড়াপাড়া ও ষাটগম্বুজ ইউনিয়নের প্রবীণ সমিতির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।