প্রেসক্লাব পাইকগাছা সাংবাদিকদের সাথে ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ সাথে মতবিনিময়
- আপডেট সময় : ১২:৪৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
- / ৬৯
আজিজুল ইসলাম, পাইকগাছা:
বাংলাদেশ সুুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে কয়রা-পাইকগাছা ১০৪ (খুলনা-৬) আসনে প্রার্থী হওয়ার কথা ঘোষনা করে প্রেসক্লাব পাইকগাছার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
তিনি বেলা সাড়ে ১১ টার দিকে প্রেসক্লাবের কার্যলয়ে আয়োজিত মতবিনিময় সভায় খুলনা-৬ আসনে তার প্রার্থী হবার আগ্রহ প্রকাশ করে প্রচার-প্রচারনায় সাংবাদিকদের সহায়তা কামনা করেছেন। তিনি পাইকগাছা পৌরসভার বাসিন্দা।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সহ-সভাপতি মোঃ আব্দুল মজিদ সরদার, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মোঃ আব্দুল আলীম, সদস্য মোঃ রাজু আহমেদ, মোঃ আজিজুল ইসলাম, এম সম্রাট প্রমূখ।
মতবিনিময়কালে তার সফরসঙ্গী ছিলেন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সহ-সভাপতি গাজী সোহেল রাসেল জনি, পল্লি বিদ্যুৎ এর পরিচালক সার্জেন্ট অব: মোঃ মুনসুর আলী, এ্যাড: মনজুরুল ইসলাম, গোলাম রব্বানী, নাহিদুজ্জামান, পলাশ কর্মকার, মনিরুজ্জামান, নাহিদুজ্জামান মুন্না’সহ তার কর্মী সমর্থক বৃন্দ।