বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে রানী বেগম (৩০) নামে এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে মোরেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ আসামীদের আটক করতে অভিযান শুরু করেছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে বলইবুনিয়া ইউনিয়নের বাশবাড়িয়া গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটে। মারপিটে ওই গৃহবধূ ঘটনাস্থলে জ্ঞান হারালে হামলাকারিরা তাকে ফেলে রেখে চলে যায়। পরে অচেতন অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে আজ শুক্রবার বেলা ২টার দিকে রানী বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে হাসান শেখের স্ত্রী রানী বেগমকে একই গ্রামের নাসির শিকদারসহ ৫/৬ জন একটি গাছের সাথ বেঁধে বেধড়ক পেটায়। ওই মারপিটের একটি ভিডিও শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (আমাদের) নজরে আসে। শুক্রবার রাত সাড়ে ১১টায় তিনি আরো জানান, এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
হাসপাতালে চিকিৎসাধীন রানী বেগম জানান, তার স্বামী চট্টগ্রামে থাকেন। তার দুটি কন্যা সন্তান রয়েছে। ঘটনার সময় নিজ বাড়ি থেকে নিকটস্থ বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষের নাছির শিকদার ও তার লোকেরা তাকে (রানী বেগমকে) বেঁধে মারপিট করে অচেতন অবস্থায় ফেলে রাখে।
এ বিষয়ে স্থানীয় চৌকিদার আনছার আলী শেখ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি রানী বেগমকে গাছের সাথে বাঁধা ও অজ্ঞান অবস্থায় দেখতে পান। ওই সময় স্থানীয়দের সহযোগিতায় রানী বেগমকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা জলি বলেন, রানী বেগমের শরীরে নির্যাতনের অনেক চিহ্ন রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ ঘটনায় রানী বেগম বাদী হয়ে নাছির শিকদারসহ ৯ জনকে আসামি করে শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না