মোহাম্মদ আলী, রামগঞ্জ:
রামগঞ্জ উপজেলার যাবেদ সিনেমা হল রোডের অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় ১৩ মাস বয়সী শিশু রিপার মৃত্যুর অভিযোগ উঠেছে। শিশু মৃত্যুর ঘটনায় ডাক্তার আবদুল্লাহ আল রাসেল সহ ডাযাগনস্টিক সেন্টারের অনেকেই গা-ঢাকা দিয়েছেন। ঘটনাটি ঘটেছে ২৮সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৯ টায়। পরিবারের দাবি ভুল চিকিৎসা দিয়ে আমাদের বাচ্চাকে মেরে ফেলেছে। আমরা এই হত্যার বিচার চাই।
রামগঞ্জ পৌর এলাকায় ৪০টির বেশি হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার ও ডক্টর চেম্বার রয়েছে। একের পর এক, দূর্ঘটনা চালিয়ে যাচ্ছে। আরও এ অপচিকিৎসার শিকার হচ্ছে উপজেলার সাধারণ মানুষ। মৃত্যুসহ অঙ্গহানির ঘটনা,আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ এবং প্রতারিত হচ্ছে অসহায় মানুষগুলো। তবে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার কতৃপক্ষের দাবী শিশুটি কেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
এদিকে সাধারণ মানুষের প্রশ্ন, বিহিত ব্যবস্থা বা যাদের তদারকি করার কথা, তাদের বিরুদ্ধেও ভুল চিকিৎসায় মৃত্যুর ঘটনায় রয়েছে আদালতে মামলা।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না