মাহমুদ হাসান রনি:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী-দর্শনা সড়কের মোল্লাবাড়ি মোড়েমিনি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত অপর বন্ধু মারাত্নক জখম হয়েছে।
পুলিশ ও এলাকাবাসি জানায়, মঙ্গলবার, ২৬ সেপ্টম্বর সকাল ১০টায় দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের দুবাই প্রবাসী হাসিবুল ইসলামের ছেলে মাহফুজ (১৮) তার বন্ধু একই পাড়ার জিনারুল ইসলামের ছেলে নয়ন (১৮) জীবননগর উপজেলার সন্তোষপুর আত্নীয় বাড়ি থেকে মোটরসাইকেল যোগে দর্শনায় ফিরছিল। পথে উথলীর মোল্লাবাড়ি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক দর্শনা থেকে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজনই মটরসাইকেল থেকে ছিটকে পড়ে মারাত্নক জখম হয়। এসময় পথচারীরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।পরে কর্তব্যরত চিকিৎসক মাহফুজকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।পরে রাজশাহী নেয়ার পথে বিকাল ৩টায় সে মারা যায়। আহত নয়ন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জীবননগর থানার ওসি এসএম জাবীদ হাসান জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যায়। পুলিশ ট্রাক ও মটরসাইকেল জব্দ করেছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানায় মরদেহ রাতেই দর্শনা এসে পৌছিয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না