লামায় ১৩ বছরের শিশুর হাতে ৫ বছরের শিশু সাদিয়া খুন
- আপডেট সময় : ০৬:০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
- / ৬৫
লামা প্রতিনিধি:
লামা উপজেলার ৩ নং ফাসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বাশঁখাইল্যা ঝিরি এলাকায় সাদিয়া মনি নামে ৫ বছরের এক রোহিঙ্গা শিশুকে দা দিয়ে কুপিয়ে খুন করেছে আরেক ১৩ বছরের রোহিঙ্গা শিশু। খুনি মো. হেলাল কে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টায় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বাঁশখাইল্লা ঝিরি মুসলিম পাড়ায় এই ঘটনা ঘটে।
অপরাধী শিশু হেলালের বাবা নবী হোসেন ও নিহত সাদিয়া মনি, পিতা ইদ্রিসের বাড়ি একই এলাকায়।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে উভয়ে খেলতে যায়। এসময় খেলার একপর্যায়ে ঝগড়া হলে শিশু হেলাল দা দিয়ে সাদিয়া মনিকে কোপ দেয়। এতে মুহুর্তেই সে মারা যায়।
স্থানীয়দের সহায়তায় পুলিশ অভিযুক্ত হেলালকে আটক করে থানায় নিয়ে যায়।
এই বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ শামিম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লামা থানাধীন ফাসিয়াখালি ইউনিয়নের ৯ নং বাঁশখাইল্লা পাড়ায় অদ্য ২১ সেপ্টম্বর সকাল হইতে সাত ঘটিকার মধ্যে আটককৃত আইনের সাথে সংঘাতে জড়িত শিশু অপরাধী মোঃ হেলাল বয়স (১৩) ভিকটিম সাদিয়া মনি বয়স (৫) এবং আটককৃত শিশু অপরাধীর বোন রিয়া মনি (৩) সহ বাড়ির পাশে খেলাধুলা করার সময় আটককৃত শিশু অপরাধী ভিকটিম সাদিয়া মনিকে নিয়ে পার্শ্ববর্তী পাহাড়ে গিয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে।আইনের সাথে সংঘাতে জড়িত শিশু অপরাধী পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন তদন্ত অব্যাহত আছে। উল্লেখ্য গত দু’সপ্তাহের ব্যবধানে লামায় এ’নিয়ে ৩জন খুন হলেন।