বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে জলবায়ু বিপদাপন্নতা ও করণীয় বিষয়ক সংলাপ অনুষ্ঠিত। বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বাঁধন মানব উন্নয়ন সংস্থার আয়োজনে ও দি এশিয়া ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এই সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহার সভাপতিত্বে ও বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন এর সঞ্চলনায় অনুষ্ঠানে সংলাপে অন্যান্যদের মধ্যে সংলাপে অংশ গ্রহন করেন কৃষি কর্মকর্তা নূরে জান্নাত, উপজেলা মৎস কর্মকর্তা মো: ফেরদৌস আনসারী, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: পরিতোষ রায়, বেমরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মহিতুর রহমান পল্টন, আবহাওয়াবিদ ড. মো: হারুন অর রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী জাহীদ হাচান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু, প্রকল্প সম্মনয়কারী সোহাগ হাওলাদারসহ সাংবাদিক,সুশীল সমাজের প্রতিনিধি, ইউক্যাট সদস্য, ভুক্তভোগীসহ অন্যন্যরা এ সংলাপে অংশ নেয়।
এসময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনে সমস্যা বর্তমানে ভয়াবহ রুপ ধারন করেছে। যার ক্ষতিকর প্রভাবগুলো ইতিমধ্যে আমাদের নানা ধরনের সমস্যার সম্মুখিন করছে। নদী ভাঙন, ঘূর্নিঝড় ও লবনাক্ততার পরিমান অনেক বেড়ে গেছে। এখনই যদি আমরা সম্মিলিত ভাবে উদ্দোগ গ্রহন না করি তাহলে অদুর ভবিষ্যতে আরো বড় সমস্যার সম্মুখিন হতে হবে। সচেতনতার মাধ্যমে আমাদেরকে জলবায়ু পরিবর্তন রোধ করতে হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না