প্রতিদিনের নিউজঃ-
নারায়ণগঞ্জের রূপগঞ্জ হাটিপাড়া এলাকায় থেকে দুর্র্ধর্ষ কিশোর গ্যাং “পিনিক” এর প্রধানকে অস্ত্রসহ আটক করেছে র্যাব-১১ এর একটি দল। গত রোববার(২৩অক্টোবর) রাতে রূপগঞ্জের তারাবো আটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হল,মৃত শফিকুল ইসলাম ছেলে শাকিল ইসলাম (২১),সুনামগঞ্জের,বাধাগাট, তাহেরপুর এলাকার মৃত সিরাজের ছেলো মোঃ আলফাজ হোসেন (১৮), আড়াইহারের, কৃষ্ণপুরা, এলাকার মো.সোহাগের ছেলে,মোঃ সিফাত (১৮), রূপগঞ্জ আটিপাড়া তারাবো এলাকার মৃত খোরশেদ আলম ছেলে মোঃ রিফাত হোসেন (২১), তারাবো দক্ষিন পাড়া এলাকার মৃত রফিক ভূইয়ার ছেলে মোঃ শান্ত ভূইয়া (২১),তাদেরকে দেশীয় অস্ত্রসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। তাদের দেহ তল্লাশি করে ২ টি হাসুয়া, ২ টি সুইচ গিয়ার চাকু, ১ টি ছোড়া, উদ্ধার করা হয়। তারা সবাই নিজেদেরকে কিশোর গ্যাং “পিনিক গ্যাং” এর সদস্য বলে পরিচয় দিয়ে থাকে।
অনুসন্ধানে জানা যায় যে, তারা সবাই দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজসে তাদের প্রতিপক্ষ কিশোর গ্যাং এর সদস্যদের ঘায়েল করার জন্য শক্তির মহড়া ও দাপট প্রদর্শন করার জন্য রূপগঞ্জের হাটিপাড়া তারাবো এলাকার মোজাম্মেল চেয়ারম্যান এর বালুর মাঠে ছোরা, সুইচ গিয়ার চাকু, হাসুয়া সহ একত্রিত হয়েছিল। তারা দীর্ঘদিন যাবৎ রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। “পিনিক গ্যাং” সুনির্দিষ্ট তথ্য ভিত্তিতে কিশোর গ্যাং এর সদস্যদের সকল আলামত সহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, কিশোর গ্যাং প্রধান মোঃ শাকিল ইসলাম (২১) এর বিরুদ্ধে ইতিপূর্বে নারায়ণগঞ্জ এর রূপগঞ্জ থানায় ১ টি অস্ত্র আইনে মামলা এবং ১ টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রতিদিনের নিউজ/পিএন
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না