বাগেরহাটে বীর মুক্তিযোদ্ধা আনো শেখ আর নাই
- আপডেট সময় : ১২:১৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
- / ৫২
ফরিদুর রহমান শামীম:
বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধো আনোয়ারুল ইসলাম (৭২) আর নাই (ইন্নলিল্লাহি ওয়া ইন্না……রাজেউন)। সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বাগেরহাট সদর হাসপাতালে মৃত্যুবরন করেছেন।
৭১ সালে পাক হানাদার বাহিনীর হাত থেকে দেশকে মুক্ত করতে তিনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। মঙ্গলবার দুপুর সোয়া ১টায় বীর মুক্তিযোদ্ধো আনোয়ারুল ইসলামকে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তার নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় বাগেরহাট জেলা ভূমি কর্মকর্তা এম সাইফুল্লাহ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ তরিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মোল্লা, আব্দুস সালাম, আব্দুল কুদ্দুস, আলতাপ হোসেন মোল্লা, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমডি মাসুদ রানাসহ স্থানীয় গন্যমান্য ব্যত্তিবর্গসহ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র, তিন কন্যাসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধো আনোয়ারুল ইসলাম মৃত শেখ সোলাইমান আলীর ছেলে ছিলেন। মহান এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা কমার্ন্ডারসহ বিভিন্ন রাজনৈতীক সংগঠন শোক জানিয়েছেন।