প্রতিদিনের নিউজ:
মুন্সিগঞ্জ জেলার গজরিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় ও সাম্প্রদায়িক সম্প্রীতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ এর সভাপতিত্বে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন, মুখ্য আলোচক মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফজাল খাঁন, গজারিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমাইয়া ইয়াকুব, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী, জেলা পরিষদ সদস্য সাইদুর রহমান খান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক,আলেম ওলামা মাশায়েখ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মুখ্য আলোচক মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফজাল খাঁন বলেন সামনে হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবং কয়েক মাস পরেই জাতীয় নির্বাচন কাজেই কোনো সাম্প্রদায়িক অপশক্তি যেন বিশৃংখলা সৃষ্টি না সেই জন্য সবাইকে সজাগ থাকার আহবান জানান। রাজনীতির নামে কোন রকম সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান করেন নয়তো রাষ্ট্রের স্বার্থে কঠোর ভাবে প্রতিহত করা হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ উপস্থিত সকলের কাছে সহযোগিতা কামনা সহ যে কোন সমস্যা তাকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না