সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ সেবা প্রত্যাশী দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছিল সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসন আয়োজিত স্থানীয় সরকার উন্নয়ন মেলা।
প্রথমবারের মত পালিত হওয়া জাতীয় স্থানীয় সরকার দিবস এ উপলক্ষে গত১৭সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে মেলার আয়োজন করা হয়।মেলার শেষ দিন ১৯সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভীন,সুনামগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়নের নয় জন গ্রাম পুলিশ (দফাদার) একটি করে বাইসাইকেল তাহাদের তুলে দেন।এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী আনোয়ার হোসেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, কুরবান নগর ইউপি চেয়ারম্যান আবুল বরকত, মোল্লাপাড়া ইউপি চেয়ারম্যান নুরুল হক, লক্ষণশ্রী ইউপি চেয়ারম্যান আব্দুল ওদুদ, জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, গৌরারং ইউপি চেয়ারম্যান শওকত আলী প্রমুখ।
মেলায় উপজেলা প্রশাসন ছাড়াও সেবা প্রদানকারী স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, সুনামগঞ্জ পৌরসভা, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ তার মধ্যে ৪টা ইউনিয়ন পরিষদের স্টল প্রদর্শিত হয়।
সুনামগঞ্জ সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের স্টলে উপজেলায় বাস্তবায়িত উন্নয়ন কার্যক্রমের বিবরণে জানা যায়। বিগত ১৫ বছরে উপজেলায় বাস্তবায়িত, উল্লেখযোগ্য বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান), সুনামগঞ্জ শহরে ডায়াবেটিস হাসপাতাল, ভৈষবের দেওয়ান নগর সেতু, সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স ভবন চলমান।
এছারও গ্রামীণ জনপদের সড়ক, সংযোগ সেতু, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ, ক্ষুদ্রকার পানি সম্পদ ব্যবস্থাপনা , খাল খনন, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ, অসচ্ছল মুক্তিযোদ্ধা নিবাস নির্মাণ কাজের বিবরণ তুলে ধরা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বর্তমান সরকারের মেয়াদে উন্নয়নের চিত্র ও সেবার মান বৃদ্ধির তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনের উন্নয়ন মেলার আয়োজন করেছিল সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসন।
মেলায় প্রতিটি ইউনিয়ন পরিষদ, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সব দপ্তর ও সংস্থা সরকারের বাস্তবায়ন করা উন্নয়ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়েছে । এ ছাড়া নাগরিক সেবাগুলো তাৎক্ষণিকভাবে দেওয়ার ব্যবস্থা করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না