সোনারগাঁও প্রতিনিধি:
গত ৮ আগস্ট ২০২৩ খ্রিঃ রাত অনুমান ১০:৩০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে দেওয়ানবাগ হিমালয়া সিএনজি ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা পথচারী মহিলা বয়স অনুমান (৫০)’কে অজ্ঞাতনামা গাড়ীর অজ্ঞাত চালক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে যাওয়ার সময় চাপা দিলে অজ্ঞাত মহিলা গাড়ীর চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। সংবাদ পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যেয়ে মৃত দেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং বিধি মোতাবেক ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। ময়না তদন্ত শেষে লাশ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাধ্যমে পাঠানটুলী কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। পিবিআই নারায়ণগঞ্জ মৃতের আঙ্গুলের ছাপ সংগ্রহ করে পরিচয় উদ্ঘাটনের চেষ্টা করেন। কিন্তু অজ্ঞাতনামা মহিলা বয়স অনুমান (৫০) এর পরিচয় উদঘাটন করা যায়নি। এই সংক্রান্তে নারায়ণগঞ্জ বন্দর থানার মামলা নং-১১, তারিখ-০৮/০৮/২০২৩, ধারা-২০১৮ সূনের সড়ক পরিবহন আইনের ১০৫ রুজু করা হয়েছে।এমন নিখোঁজ কোন নারীর সন্ধান পেলে মামলার তদন্তকারী অফিসার কাঁচপুর হাইওয়ে থানার (এসআই) মোঃ আরিফ রেজা(মোবাইল নং-০১৭১৪-৮২১৮০৪) এর সহিত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না