সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের মাদক বিরোধী অভিযানে হামলা চালিয়েছে মাদক কারবারিরা। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা ১৮ রাউন্ড গুলি চালিয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। সিদ্ধিরগঞ্জের পূর্ব এনায়েতনগরের ডিএনডি খালপাড় এলাকায় নীট কনসার্ন প্রিন্ট কারখানার সামনে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এক দল যুবক পুলিশকে ইট-পাটকেল ও ককটেল মারতে শুরু করে। পরে পুলিশ পাল্টা গুলি ছুড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। লোকজন ভয়ে রাস্তার পাশের দোকান-পাট বন্ধ করে দেয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান জানান, সন্ধ্যার পর মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে গিয়েছিলাম। মাঠের মধ্যে অন্ধকারে কিছু লোক বসে থাকতে দেখে সেখানে আমরা যাই। আমাদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা ইটপাটকেল মারতে শুরু করে। এক পর্যায়ে ককটল বিষ্ফোরণ করে লাঠিশোটা নিয়ে এগিয়ে আসলে আমরা আত্মরক্ষার্থে গুলি করি। এতে ১৮ রাউন্ড রাবার বুলেট খরচ হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না