চাঁদপুর সংবাদদাতা
চাঁদপুর ডিএনসি অভিযানে ৩ কেজি গাঁজা’সহ হাতেনাতে ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত উপ-পরিদর্শক মোহাম্মদ পিয়ার হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং জেলা কার্যালয়ের নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন বড় ষ্টেশন মুলহেড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। অভিযানটির সার্বিক তত্বাবধানে ছিলেন সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন।
চাঁদপুর ডিএনসি অফিস সুত্রে জানা যায়, আটককৃতরা হলো- শরীয়তপুরের ডামুড্যা থানাধীন ধনই গ্রামের জালাল শেখের ছেলে মো. রিয়ন শেখ (২০) ও একই গ্রামের মৃত জাহাঙ্গীর সর্দারের ছেলে মো. মঈনুল সর্দার (১৯)।
এই বিষয়ে উপ-পরিদর্শক মোহাম্মদ পিয়ার হোসেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না