আজিজুল ইসলাম, পাইকগাছা:
খুলনার পাইকগাছায় রাড়ুলীতে দুর্বৃত্তরা চেতনানাশক ছিটিয়ে সংজ্ঞাহীন করে সব কিছু লুটে নেয়ার ঘটনার সাথে সম্পৃক্ততা থাকার অপরাধে আরো দুজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গদাইপুর ইউনিয়নের মৃত একরামুল জোয়ার্দার'র ছেলে মোঃ ইমামুল জোয়ার্দার (২৪) ও একি ইউনিয়নের মোঃ সফিকুল গাজীর ছেলে মোঃ রুবেল গাজী (২০)।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইমরান হোসেন জানান, আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে উক্ত আসামিদের এ মামলায় সম্পৃক্ততা পেয়েছি। তাহারই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকাল ৩ টার দিকে আমিসহ সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে গদাইপুর বাজার থেকে তাদের দুজনকে আটক করতে সক্ষম হয়েছি। পাশাপাশি আরো বলেন উল্লেখিত আসামিদের নামে আরো অনেক মামলা রয়েছে।
উল্লেখ্য, গত বুধবার রাতে উপজেলার রাড়ুলী ইউনিয়নে একই পরিবারের চারজন'কে সংজ্ঞাহীন এবং একজন'কে ছুরিকাঘাত করে সব কিছু লুটে নিয়ে যায়। এঘটনায় থানায় মামলা হয়েছে, মামলা নং-১২। এছাড়াও অন্যান্য মামলায় উপজেলার বিভিন্ন এলাকা আরো তিন জন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
উপরে উল্লেখিত বিষয় পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকল আসামিকে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না