ষ্টাফ রিপোর্টার:
জাতীয় পার্টি ময়মনসিংহ মহানগর শাখার ২৮নং ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় নগরীর ৮২ গঙ্গা দাস গুহ রোড দকীয় কার্যালয়ে সুন্দর মহলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা ও মহানগর জাতীয় পার্টির দায়িত্বপ্রাপ্ত সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির আহবায়ক ডাঃ কে আর ইসলাম।
সভায় প্রধান বক্তা হিসবে বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির বিশ্বস্ত আস্থাভাজন আব্দুল আউয়াল সেলিম।
আব্দুল আউয়াল সেলিম তার বক্তব্যে রওশন এরশাদ এমপির নেতৃত্বে ময়মনসিংহে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন এবং আগামীতে জানযট মুক্ত ময়মনসিংহ নগরী উপহার দিতে ঢাকা বাইপাস থেকে শম্ভুগঞ্জ পর্যন্ত চড়পাড়ায় উড়াল সড়ক নির্মাণে সরকারের কাছে বেগম রওশন এরশাদ এমপির দাবীর কথা উল্লেখ করেন। সেলক্ষ্যে তিনি বেগম রওশন এরশাদ এমপির বিজয় ধরে রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
মহানগরের ২৯নং ওয়ার্ড জাতীয় পার্টির অন্যতম নেতা গোলাম মোস্তফার সভাপতিত্বে ও জাপা নেতা শরীফুল ইসলাম খোকনের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ নুরু,সাবেক কাউন্সিলর আব্বাস আলী তালুকার,সাব্বির হোসেন বিল্লাল,শাহজাহান মিয়া, মহানগর জাতীয় পার্টির সদস্য লাল মিয়া লাল্টু প্রমুখ।
সভায় মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম কে আরো তরান্বিত করতে প্রতিটি ওয়ার্ড কমিটি গঠনের মাধ্যমে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির ঘাঁটি হিসেবে পরিচিত ময়মনসিংহে জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে সাহসী, ত্যাগী, পরীক্ষিত, নিবেদিত নেতাদের নিয়ে কমিটি গঠনের ব্যাপারে সবাই ঐকমত্য পোষণ করেন দলের নেতাকর্মীরা।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না