বাগেরহাট প্রতিনিধি:
জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেছেন, অবৈধ সরকারের পদত্যাগই জাতীয়তাবাদী শক্তির একমাত্র দাবি। আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। সেই আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা পালন করবে জাতীয়তাবাদী মহিলা দলের সদস্যরা। সরকারের পদত্যাগের পরে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে বিএনপি আবারও রাষ্ট্র ক্ষমতায় আসবে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রতিবছর বাংলাদেশ থেকে এক লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে দূর্নীতি করে। এদেশে নারীদের নিরাপত্তা নেই। সন্ত্রাসের রাজত্বে পরিনত করেছে দেশকে। আমরা এই দেশকে দূর্নীতি ও সন্ত্রাসমুক্ত দেশে পরিনত করতে চাই। এজন্য মহিলা দলের সদস্যদের সরকার পতনের আন্দোলনে অগ্রনী ভূমিকা রাখার আহবান জানান সাবেক এই সংসদ সদস্য।
বাগেরহাট জেলা মহিলাদলের সভাপতি শাহিদা আক্তারের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির নেতা খোন্দকার ফারহানা আতিকা, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ দলীয় নেতৃবৃন্দ।
বাগেরহাট জেলা মহিলাদলের সভাপতি শাহিদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক খন্দকার ফারহানা আতিকা, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা মহিলা দলের সাবেক সভাপতি তৌফিকা কালাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার প্রমুখ।
আলোচনা সভায়, বাগেরহাট জেলা ও বিভিন্ন উপজেলা মহিলা দসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না