বাগেরহাটে গাঙচিল পরিবারের সাথে জেলা প্রশাসকের ফুলের শুভেচ্ছা জ্ঞাপন
- আপডেট সময় : ০৭:১৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
- / ৫১
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিবারের সদস্যদের সাথে জেলা গাঙচিলের প্রধান উপদেষ্টা ও জেলা প্রশাসক মোহাঃ খালিদ হাসান মহোদয়ের সাথে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ১১ সেপ্টম্বর সকালে জেলা প্রশাসকের অফিস কক্ষে সংগঠনের বাগেরহাট জেলা শাখার সভাপতি সৈয়দ শওকত হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাঙচিল বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক কবি সৈয়দা তৈফুন নাহার, সমাজ কল্যাণ সম্পাদক হেনা চৌধুরী, প্রকাশনা সম্পাদক, নাজমা আকতার, নির্বাহী সদস্য, কাজী সাইদুর রহমান সবুজ, শারমিন কাজল সহ অন্যান্য নেতৃবৃন্দ। শুভেচ্ছাকালীন সময়ে সংগঠনের প্রধান উপদেষ্টা কে জেলা কমিটি ও উপদেষ্টা মন্ডলীর তালিকা এবং বাগেরহাট জেলা গাঙচিলের পক্ষ থেকে প্রকাশিত গাঙচিল কন্ঠ নামে দুইটি বই উপহার প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক মহোদয় গাঙচিল পরিবারকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন ও বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন