০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫

গজারিয়া জুট মিলে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিক নিহত

রিপোর্টার
  • আপডেট সময় : ১১:০৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
  • / ৫৮

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের নিউজ:

গজারিয়ার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই রড মিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের দিকে আনোয়ার জুট মিলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার রামগঞ্জ বিলাসী গ্রামের ছেলে ফরহাদ হোসেনের ছেলে বেলাল হোসেন (১৯) ও একই গ্রামের তাহের তালুকদারের ছেলে আব্দুর রহিম মিয়া (১৬)।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন, সাইট ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, কোম্পানিটির সিকিউরিটি গার্ড আনোয়ার হোসেন এবং রড মিস্ত্রি শাহ আলম।
প্রত্যক্ষদর্শী আলম বলেন, বেল্লাল ও রহিম আমাদের সঙ্গে কাজ করতেন। আমরা সবাই হোসেন্দী ভবানীপুর এলাকার আনোয়ার জুট মিলের নতুন ভবনের বেইজে রড বাঁধার কাজ করছিলাম। আমরা শনিবার দুপুর আড়াইটার দিকে কাজ সাময়িক বন্ধ রেখে কোম্পানির সীমানার ভেতর মেঘনা নদীতে গোসল করতে যাই। অসাবধানতাবশত একটি সাবমারসিবল পাম্পের তারের মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা দুজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা.তাপসী জান্নাত বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই দুই শ্রমিক মারা যান। সঙ্গে আসা লোকের মাধ্যমে জানতে পেরেছি তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন।
কোম্পানিটির সিকিউরিটি ইনচার্জ সাদিকুর রহমান বলেন, কর্তৃপক্ষের পক্ষ থেকে কেউসাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাচ্ছে না। আর নিহতদের ব্যাপারে আমাদের কাছে বিস্তারিত কোনো তথ্য নেই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী জানান, লাশ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

গজারিয়া জুট মিলে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিক নিহত

আপডেট সময় : ১১:০৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের নিউজ:

গজারিয়ার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই রড মিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের দিকে আনোয়ার জুট মিলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার রামগঞ্জ বিলাসী গ্রামের ছেলে ফরহাদ হোসেনের ছেলে বেলাল হোসেন (১৯) ও একই গ্রামের তাহের তালুকদারের ছেলে আব্দুর রহিম মিয়া (১৬)।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন, সাইট ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, কোম্পানিটির সিকিউরিটি গার্ড আনোয়ার হোসেন এবং রড মিস্ত্রি শাহ আলম।
প্রত্যক্ষদর্শী আলম বলেন, বেল্লাল ও রহিম আমাদের সঙ্গে কাজ করতেন। আমরা সবাই হোসেন্দী ভবানীপুর এলাকার আনোয়ার জুট মিলের নতুন ভবনের বেইজে রড বাঁধার কাজ করছিলাম। আমরা শনিবার দুপুর আড়াইটার দিকে কাজ সাময়িক বন্ধ রেখে কোম্পানির সীমানার ভেতর মেঘনা নদীতে গোসল করতে যাই। অসাবধানতাবশত একটি সাবমারসিবল পাম্পের তারের মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা দুজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা.তাপসী জান্নাত বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই দুই শ্রমিক মারা যান। সঙ্গে আসা লোকের মাধ্যমে জানতে পেরেছি তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন।
কোম্পানিটির সিকিউরিটি ইনচার্জ সাদিকুর রহমান বলেন, কর্তৃপক্ষের পক্ষ থেকে কেউসাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাচ্ছে না। আর নিহতদের ব্যাপারে আমাদের কাছে বিস্তারিত কোনো তথ্য নেই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী জানান, লাশ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন