খুলনা. সংবাদদাতা:
খুলনার পাইকগাছায় একই পরিবারের ৪সদস্যকে চেতনা নাশক ছিটিয়ে অজ্ঞান করে ও একজনকে ছুরিকাঘাত করে সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা। এলাকাবাসী অজ্ঞান ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।
পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার রাড়ুলী ইউনিয়নে রাড়ুলী গ্রামের যাদু শিল্পি এস রহমানের বাড়িতে অজ্ঞান পাটি সদস্যরা ওই পরিবারে ৫ সদস্যকে চেতনা নাসক স্প্রে ছিটিয়ে অজ্ঞান করে নগদ টাকা সহ সোনাগহনা নিয়ে পালিয়ে যায়। এস রহমান বাড়িতে থাকেন না।
অজ্ঞান হওয়া ব্যক্তিরা হলেন, এস রহমানের ছোটভাই মেহেদী হাসান (টুকু)(৪২), দুই স্ত্রী শারমীন আক্তার(৩০), রানী বেগম(২৫) রানী বেগমের দুই ছেলে ফয়াজ হাসান(১২) আরিজ হাসান(৭) অজ্ঞান অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মেহেদী হাসান টুকুর স্ত্রী শারমীন আক্তার জানান, আমার স্বামী ছোট স্ত্রীকে নিয়ে অন্য ঘরে থাকে। দুর্বৃত্তরা আমার স্বামী সহ বাচ্চাদের অজ্ঞান করে রাখে। আমি ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠি। এ সময় দরজা ভেঙ্গে আমার ঘরে ঢুকে গলায় ছুরি ধরে টান দিলে কেটে রক্ত ঝরতে থাকে। পরে তারা বলে এর পর আওয়াজ করলে গলাকেটে দিব। ভয়ে আমি কথা বলেনি। তারা আলমারী ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণলংকার নিয়ে পালিয়ে যায়। হাসপাতালে শারমীনের গলায় সেলাই দেয়া হয়েছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। আশাকরি তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হবো।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না