প্যাসিফিক ল্যাবরেটরি স্কুলের মেধাবী শিক্ষার্থী বাংলাদেশের সেরা কলেজে চান্স পেয়েছে
- আপডেট সময় : ০৬:০৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
- / ৫২
মোঃ তাইজুল ইসলাম সাগর:
শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভার প্যাসিফিক ল্যাবরেটরি স্কুলের এক ঝাক মেধাবী শিক্ষার্থী মেধার লড়াইয়ে বাংলাদেশের সেরা কলেজে চান্স পেলো। নটরডেম কলেজ চান্স পেয়েছে সিয়াম বেপারী।হলিক্রস কলেজ, সেঁজুতি ইসলাম সুপ্তি। বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ: সাবরিন। মাইলস্টোন কলেজ, এনামুল হক অনন ও সানজিদা মেহেরীন। সিটি কলেজ:আব্দুর রহমান,শহীদ বীর উত্তম লে.আনোয়ার গার্লস কলেজ: রোজ হোসাইন।
ভেদরগঞ্জ পৌরসভার প্যাসিফিক ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীর অনুভূতির কথা জানান, সেঁজুতি ইসলাম সুপ্তি প্যাসিফিক ল্যাবরেটরী স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্রী। আমি দীর্ঘ ৫ বছর এই স্কুলে অধ্যায়নরত ছিলাম। আমাদের প্রিন্সিপাল স্যার সহ সকল শিক্ষক আমাদের কে তাদের সন্তানের মত করে লেখা পড়া করতে উৎসাহিত করে। আমি এই স্কুলে পড়ে বাংলাদেশের স্বনামধন্য হলিক্রস কলেজ ভর্তি হওয়ার সুযোগ পাই।
সিয়াম বেপারী নটরডেম কলেজ, চান্স পেয়ে নিজের অনুভূতি সম্পর্কে তিনি বলেন, আমার সফলতা একমাত্র আল্লাহর একান্ত অনুগ্রহের ফলেই সম্ভব হয়েছে। আমার চেয়েও অনেক মেধাবী শিক্ষার্থী দেখেছি, যারা হয়ত আমার চেয়ে আরও ভালো করতে পারতো। কিন্তু সবসময়ই আল্লাহ আমাকে অনুগ্রহ করে সফলতা দিয়েছেন।
সাবরিন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ: চান্স পেয়ে বলেন, নিজের যা করতে ভালো লাগে, সেদিকে ঝোঁক থাকা উচিত। স্রোতে গা ভাসিয়ে দিয়ে ডাক্তার-ইঞ্জিনিয়ার হবো বলে ছোটাছুটি করা সবসময় কল্যাণকর নাও হতে পারে। এজন্য নিজের ভালোলাগার ওপর ভিত্তি করে একটা নির্দিষ্ট লক্ষ্য স্থির করতে হবে।
জহিরুল ইসলাম নামের একজন অভিভাবক বলেন, প্রতিষ্ঠানটি আমাদের জন্য গর্বের। শুধু এবারই নয়, প্রতিবছরেই এখান থেকে ভালো ফলাফল করে। আমার মেয়ে সেঁজুতি ইসলাম সুপ্তি হলিক্রস কলেজে ভর্তির সুযোগে পেয়েছে এই স্কুল থেকে পড়ে। এখানে সন্তান পাঠিয়ে আমরা নিশ্চিন্তে থাকি। আমরা অত্যন্ত খুশি। শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ আমাদের মুখে হাসি।
প্যাসিফিক ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মোজাম্মেল হক মেহেদী বলেন, শিক্ষার্থীদের এমন সাফল্যে আমরা অত্যন্ত গর্বিত। এ মুহূর্তের আনন্দ ভাষায় প্রকাশ করতে পারবো না। তারা আগামীতে ভর্তিযুদ্ধে টিকে ভালো প্রতিষ্ঠানে সুযোগ পাবে বলেছিলাম। তারা সেটি বাস্তবায়ন করেছে।