সুনামগঞ্জ জেলা সংবাদদাতা :
সুনামগঞ্জ জেলা নারী পুলিশ কল্যাণ সমিতির (পুনাক) এর উদ্যোগে মাসব্যাপী শুরু হয়েছে শিল্প মেলার। বুধবার (২৩ নভেম্বর) দুপুরে পৌর শহরের ষোলঘর এলাকার খেলার মাঠে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, ও উনার সহধর্মিনী পুলিশ কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সহ কোষাধ্যক্ষ মোছা. উম্মে কুলসুম ( রূপা আহম্মেদ )।
সুনামগঞ্জ জেলা নারী পুলিশ কল্যাণ সমিতির (পুনাক) এর সভানেত্রী নুরুন্নাহার মুনমুনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, স্থানীয় সরকারের উপ পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান এমদাদ রেজা চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, বাংলাদেশ পুলিশের মধ্যে পুনাক এমন একটি সংগঠন যেটি সেবাধর্মী কাজ করে থাকে যেখানে সমাজ উপকৃত হয়, রাষ্ট্র উপকৃত হয়। আমি মনে করি সুনামগঞ্জে এ ধরনের মেলার প্রয়োজনীয়তা রয়েছে এবং এটি সফলতা আনবে বলে আমি মনেকরি। দীর্ঘদিন করোনা ও বন্যার কারণে মানুষের যে নানাবিধ সমস্যা ছিল মানুষের বিনোদনের একটু ভাটা পড়েছিল সেটি এই আয়োজনের মাধ্যমে আবারও ফিরে আসবে।
তিনি আরও বলেন, এখানে স্থানীয় উদ্ভাবনী মাধ্যমে যেসকল পণ্য তৈরি হয়েছে তাদেরকেও এখানে সুযোগ দিতে হবে, এখানে দেশি-বিদেশি পন্যের পাশাপাশি স্থানীয়দের পন্যও থাকবে বলে আমি মনেকরি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না