প্রকাশিত সংবাদের প্রতিবাদ
- আপডেট সময় : ১০:৩৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৯
প্রতিদিনের নিউজ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ী মধুগড় এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মৃত আবুল কালাম আজাদের মেয়ে কামরুন্নাহার মনি বিভিন্ন এনজিও ও মানুষের কাছে বিভিন্ন সমস্যা দেখিয়ে ধার হিসেবে অর্থ নেয়। যা মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করে প্রকাশিত উক্ত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মনি।
তিনি জানান, বাড়ি মেরামত করার জন্য এক ব্যক্তির নিকট ৮ লক্ষ টাকা নিয়ে ২ মাসে ফিরিয়ে দেওয়ার কথা বলে ধার বাবদ গ্রহণ করে পরবর্তীতে ২ লক্ষ টাকা ফেরত দেয় এবং বাকী ৬ লক্ষ টাকা সোনালী ব্যাংক গোদনাইল শাখার একটি চেক দিয়ে বলেন আমার এই একাউন্টে টাকা জমা হবে আপনি তুলে নিয়েন। কিন্তু ২ মাস সময় অতিক্রম হলে ব্যাংকে যোগাযোগ করে পাওনাদার জানতে পারে তার একাউন্টে কোন টাকা জমা হয়নি। উক্ত বিষয়টিতে পাওনাদারের কাছ থেকে সুদের বিনিময়ে টাকা গ্রহণ করা হয়। যার জন্য ২০ হাজার টাকা সুদ দিতে হয়েছে। এজন্য কোন ধরনের ডকুমেন্ট করা হয়নি। এ টাকা নেওয়ার জন্য একটি চেক প্রদান করা পাওনাদারকে।
এছাড়া পাওনাদারকে কামরুন্নাহার মনি ও তার মা নিলুফা বেগম গালি গালাজ করেনি এবং কোন হুমকিও দেয়া হয়নি বলে জানান মনি।