খুলনা সংবাদদাতা:
খুলনার পাইকগাছায় রজব আলী গাজী (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের লোকজন বলছে ঋণের দায়ে মৃত্যুবরণ করতে পারে। এলাকাবাসি বলছে মেরে গলায় রশি দিয়ে টানিয়ে দেয়া হয়েছে। উপজেলার ভিলেজ পাইকগাছার গুচ্ছ গ্রামের কাঁঠাল গাছ থেকে উদ্ধার করা হয়। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক শাহিনুর রহমান জানান, উপজেলার সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছার গুচ্ছ গ্রামের কাঁঠাল গাছে রজব আলী (৬০) নামে এক ব্যক্তির লাশ ঝুলে ছিলো। এ সময় তার পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তবে পরিবারের লোকজন বলছে ঋণের দায়ে মারা গেছে।
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে গুচ্ছ গ্রামে মারামারি চলছে। কেহ মেরে কাঁঠাল গাছে ঝুলিয়ে রাখতে পারে বলে ধারণা করছে । সে কারণে ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে বলা যাবে হত্যা না আত্নহত্যা।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না