আঃ আলিম পীরগঞ্জ, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভিক্ষুক পূর্নবার্সন ও বিকল্প কর্মসংস্থানের কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে ভ্যান গাড়ি ও দোকানের নগত অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার, সেপ্টম্বর দুপুরে পীরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা অফিসের বাস্তবায়নে ভিক্ষুকদের পূর্ণবাসনের লক্ষ্যে উপজেলার ৭ জন ভিক্ষুককে ব্যাটারি চালিত ভ্যান গাড়ি ও ৮ জনকে দোকানের জন্যে ৫০হাজার টাকা করে প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, মহিলা ভাইস চেয়ারম্যান ভারতী রানী রায়, উপজেলা সহকারি কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমূখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না