আজিজুল ইসলাম, পাইকগাছা:
পাইকগাছায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন শ্রেণির পেশার মানুষকে নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
পাইকগাছা উপজেলার নবাগত নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, ওসি তদন্ত তুষার কান্তি দাস, পৌর প্যানেল মেয়র মাহাবুবুর রহমান রঞ্জু, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, কে এম আরিফুজ্জামান তুহিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান পুলকেশ মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ,উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্ধ, গনমাধ্যমকর্মী ও এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।
সচেতনতা মূলক সভায় বক্তারা বলেন, ‘আমাদের প্রত্যেককে সতর্ক ও সচেতন হতে হবে। বাড়ির আঙিনা ও ঝোপঝাড় সব সময় পরিষ্কার - পরিচ্ছন্ন রাখতে হবে। সচেতন না হলে ডেঙ্গু প্রকোপ আরও বাড়বে। এজন্য তাই প্রত্যকে নিজ নিজ জায়গা থেকে সকলেই সচেতন হলে এডিস মশার বংশ বিস্তার রোধ করা সম্ভব।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না