আজিজুল ইসলাম,পাইকগাছা:
পাইকগাছায় মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ায় ৩ মাস পর পিতার বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা। ঘটনাটি ঘটেছে উপজেলার দেলুটি ইউনিয়নের চকরিবকরি গ্রামে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সাদ্দাম হোসেন জানান, উপজেলার দেলুটি ইউনিয়নের চকরিবকরি গ্রামের নিতাই মন্ডলের মেয়ে প্রতিভা মন্ডল(১৭)কে ৩ মাস আগে ডুমুরিয়া উপজেলার শেখের টেক গ্রামের শ্যামল মন্ডলের ছেলে মনোজিৎ মন্ডলের সাথে বিবাহ হয়। কিন্তু এ বিয়েতে মেয়ে প্রতিভার আপত্তি ছিল। মঙ্গলবার প্রতিভা শশুর বাড়ি থেকে পিতার বাড়িতে চলে আসে এবং ওই রাতেই খাওয়া দাওয়া শেষে প্রতিভা নিজ ঘরে ঘুমাতে যায়। ঘরে শব্দ শুনে মা জানালা দিয়ে দেখে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে প্রতিভা ঝুলে রয়েছে। মায়ের ডাক চিৎকারে তার স্বজনরা দরজা ভেঙ্গে লাশটিকে মৃত্যু অবস্থায় নিচে নামায়।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান পুলিশকে সংবাদ দিলে মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য বুধবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না