সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেনের সচিব মাস্টার মহিউদ্দিনের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে সেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলামের বিরুদ্ধে। শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগী নিজে বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী শফিকুল ইসলাম শফিক (৪০), তার ছেলে সিমান্ত (২৫), মোহাম্মদ সিমন (২০), মৃত গোলজার হোসেনের ছেলে মো. সৌরভ (২৫), গিয়াসউদ্দিন টুলুর ছেলে মো.মঈন (২৫)।
অভিযোগ সুত্রে জানা যায়, শনিবার সকাল ১১ টার সময় ভুক্তভোগী মহিউদ্দিন মাস্টার রিকশা যোগে মিজমিজি আব্দুল আলীপুল দিয়ে যাওয়া পথে পূর্ব শত্রুতার জের ধরে শফিকুল ইসলামসহ তার সহযোগীরা তার উপর হামলা চালায়। তাকে রিকশা থেকে টেনে হিচড়ে নামিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। মূলত খুম জখমের উদ্দেশ্যে লাঠি এবং হাত দিয়ে মারধর করা হয় মহিউদ্দিনকে। মারধর শেষে ১ নং অভিযোক্ত খুন করার হুমকি প্রদান করে এবং অন্যান্য অভিযুক্তের মধ্যে কেউ একজন তার সঙ্গে থাকা নগদ ১০ হাজার টাক ছিনিয়ে নেন। একপর্যায়ে তার ডাক চিৎকারে আশপাশের মানুষজন আসলে তারা পালিয়ে যায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছে। তদন্ত কতে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত ২ টার দিকে কাউন্সিলর ইকবালের বসবাসরত মিজমিজি পশ্চিমপাড়ার বাড়িতে হামলা শফিকুল ইসলামের ছেলে সিমান্তসহ আরো অনেকে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না